• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুসরাত হিয়া মনি নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজী চড়াইখোলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুসরাত হিয়া মনি একই এলাকার নুরুজ্জামান আলীর মেয়ে।

জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে নুরুজ্জামান আলীর বাড়ির রান্নাঘরে বসানো সেচ পাম্প দিয়ে পাশের পুকুরের পানি তোলা হচ্ছিল। এ সময় সেচ পাম্পের সংযোগ তার লিকেজ হয়ে পুরো রান্নাঘর বিদ্যুতায়িত হয়ে যায়। নুসরাত ঐ ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।