• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে চুরি হওয়া টাকা উদ্ধার, আটক ১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২  

নীলফামারীতে সিসি টিভি ফুটেজ দেখে এক ঘণ্টার মধ্যে উত্তরা ইপিজেডের একটি বেসরকারি কোম্পানির চুরি হওয়া ১৫ লক্ষ টাকার মধ্যে প্রায় ১২ লক্ষ টাকা উদ্ধার সহ মুল আসামি আনারুলকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার কুখাপাড়া এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। আনারুল এক্সপোলিং ইন্ড্রাস্ট্রি লিমিটেড কোম্পানিনীর একজন কর্মচারী ছিলেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর/২২) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে এক্সপোলিং ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানীর ২য় তলায় পরিবহন বাবদ রাখা ১৫লক্ষ টাকা দরজা ভেঙ্গে চুরি করেছে কোম্পানিটির কর্মচারী আনোয়ার হোসেন। পরবর্তীতে কোম্পানিটির চেয়ারম্যান এ,জেড,এম কামরুল হামিদ সদর থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-১৬,তারিখ- ১৪/০৯/২২। টাকা চুরি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আনারুলের গোয়াল ঘরের মাটির নিচে দুটি প্লাস্টিকের বৈয়মের ভিতর থেকে ওই টাকা উদ্ধার করা হয়। সেইসাথে আনোয়ারুলকে গ্রেফতার করা হয়।