• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে কিশোর গ্যাং প্রতিরোধে ক্যাম্পেইন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

কিশোর গ্যাংয়ের অপরাধ ঠেকাতে নীলফামারী সৈয়দপুরে তরুণ সমাজ ও অভিভাবকদের নিয়ে সামাজিক সচেতনতমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) শহরের গোলাহাট গফুরিয়া দাখিল মাদ্রাসায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‘আমাদের প্রিয় সৈয়দপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য দেন, পৌর প্যানেল মেয়র সাবিয়া সুলতানা, সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সামিউল ইসলাম, শাহিদ আলী, মারুফ হোসেন প্রমুখ।

জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, শহর ও গ্রাম সর্বত্রই বেড়ে চলেছে মোবাইল আসক্তি, ইন্টারনেট গেম ও কিশোরগ্যাংয়ের অপরাধ, যার বিরুপ প্রভাব পড়ছে আমাদের সমাজে। তাই সমাজে কিশোর অপরাধে দুর করতে সচেতনতামূলক কার্যক্রম আমরা হাতে নিয়েছি।