• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

ডোমারে দুই ডেন্টাল কেয়ারের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

ডোমারে দুই ডেন্টাল কেয়ারের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত            
নীলফামারীর ডোমারে ফেন্সি ও রুবাইয়া ডেন্টাল কেয়ার নামে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ডোমার নিউ মার্কেটে অবস্থিত রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর ও ফেন্সি ডেন্টাল কেয়ারে কর্তব্যরত টেকনোলজিস্ট মো. সুমন রহমান এবং মো. ওমর ফারুককে পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মনিরুজ্জামান রুকু ও ডা. ফায়েজা বিনতে ইসলাম তানিয়া এবং ডোমার থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন। 

উক্ত দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।