• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

জন্ম নিবন্ধন ও বাল্য বিবাহ বন্ধ বিষয়ক কর্মশালা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে নীলফামারীর ডোমারে “জন্ম নিবন্ধন করন ও বাল্য বিবাহ বন্ধে কর্মকৌশল নির্ধারন” বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগীতায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতলেব সরকার ও ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদ আলী ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন।

সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, উদ্দ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের এক শত ৬৬ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করে।