• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রেলের খুঁটিতে ট্রাকের ধাক্কা, নিহত ১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের পাঁচমাথা মোড়ের রেলপথ সংলগ্ন ফলের আড়তে এ  দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউপির মালিকাদহ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

জানা যায়, আড়তের পরিত্যক্ত রেলপাতের একটি খুঁটির পাশে দাঁড়িয়ে বরই বিক্রি করছিলেন হাকিম। এ সময় একটি ট্রাক মালামাল খালাসের জন্য আড়তে ঢুকতে গিয়ে রেলপাতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে খুঁটির পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল হাকিমের মাথায় ধাক্কা লাগে খুঁটিটি। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয় আরো ৩ জন। তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার এসআই আবু তারেক দীপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পলাতক।