• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ব্যবহার করায় জরিমানা ৫০ হাজার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

 
নীলফামারীর সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। 
শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার ফাইসাল ফুড প্রোডাক্টাসের খাদ্যেপণ্যে ক্ষতিকর রং, পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছাসহ খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাত করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে বিসিক শিল্প নগরীতে অবস্থিত রোজী ফুড প্রোডাক্টস নামে লাচ্ছা ও সেমাই উৎপাদনকারী কারখানায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে উৎপাদিত খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।

সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।