• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ইবি নীলফামারী অ্যালামনাইয়ের সভাপতি আকতারুজ্জামান, সম্পাদক শামীম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩  

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নীলফামারী জেলা অ্যালামনাইয়ের সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী অ্যাডভোকেট শামীমুল ইসলাম।

সোমবার (২৪ এপ্রিল) ইবি নীলফামারী পুনর্মিলনী অনুষ্ঠানে এ কার্যনির্বাহী কমিটির মনোনয়ন দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি পদে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সাইফুর রহমান সাইফ ও অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হাবিবুর রহমান হারিছ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশিকুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যাংক কর্মকর্তা নুর ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সিরাজুস সালেকিন, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মুকুল চন্দ্র রায়, বাংলাদেশ কাস্টমস'র রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ লিমন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির ফিল্ড কো-অর্ডিনেটর আলিমুল ইসলাম বীপন, একে পিভিসি প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, প্রভাষক আজহারুল হক, আল আমিন মিলন ও বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার সাইফুল ইসলাম। 

অধ্যাপক ড. মাহবুবর রহমান তার বক্তব্যে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীণ-প্রবীণের মধ্যে মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে এই অ্যালামনাইরা দেশ ও দশের জন্য কাজ করে বিশ্ববিদ্যালয় ও জেলার সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা করি।