• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

একদিনের সফরে রংপুরে পুলিশের এসবি প্রধান মনিরুল ইসলাম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

আজ সকাল ৮.২০টায় মনিরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম(বার), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, রংপুরের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে পৌছান। এসময় তাঁর সাথে ২ জন সফরসঙ্গী ছিল।

একদিনের সরকারি সফরে তিনি রংপুর বিভাগীয় পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহনের জন্য রংপুর জেলার উদ্দেশ্যে গমন করেন। সফর শেষে আজই ঢাকার উদ্দেশ্যে প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়। এছাড়া, পরবর্তীতে আগামী ২ অক্টোবর ২০২৩ ইং তারিখে রংপুর জেলায় আগমন করবেন বলেও জানা যায়।

এসময় তাকে স্বাগত জানান- মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, উপ-মহাপরিদর্শক(ডিআইজি) রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। গোলাম সবুর, পুলিশ সুপার নীলফামারী। সারোয়ার আলম, সার্কেল এসপি সৈয়দপুর উপজেলা নীলফামারী।