• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

রংপুরের তাজহাট জমিদার বাড়ীপরিদর্শনে ভারতীয় পর্যটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩  

 
আজ সকাল ১১টায় ভারতীয় প্রমোদতরি MV. Charaidew-ii এর ভারতীয় দর্শনার্থী আশিস পুখান এবং যুক্তরাজ্যের  অ্যান্ড্রু ব্রোক এর নেতৃত্বে মোট ১১ জন (ব্রিটিশ-০৭, ভারত-০৪ জন) দর্শনার্থী রংপুর মহানগরের ডিমলার রাজ দেবোত্তর এষ্টেট কালী মন্দিরে আগমন এবং পরিদর্শন করেন।

পরবর্তীতে তারা ১১৩০-১২০০ ঘটিকা পর্যন্ত রংপুর তাজহাট জমিদার বাড়ি পরিদর্শন করেন এবং ১২১০ ঘটিকায় কুড়িগ্রামের উদ্দেশ্যে গমন করেন।

উল্লেখ্য, ভারতীয় প্রমোদতরি MV. Charaidew-ii গত ০২ অক্টোবর-২০২৩ তারিখে ভারতের কোলকাতা বন্দর হতে যাত্রা শুরু করে ০৫ অক্টোবর-২০২৩ তারিখ (দক্ষিণ অঞ্চল, মংলা) হয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে মংলা, বরিশাল, মাওয়া, ঢাকা, সিরাজগঞ্জ হয়ে শেষ বন্দর হিসেবে ১৪ অক্টোবর-২৩ তারিখ চিলমারী নদী বন্দরে আগমন করেন। অদ্য পরিদর্শন শেষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করবেন বলে জানা যায়।