• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বিএনপির ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি নীলফামারী জেলায়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩  

 
বিএনপির পূর্বঘোষিত ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি নীলফামারী জেলায়। 

সকালে জেলা ঘুরে দেখা যায়, নিয়ম অনুযায়ী স্কুল, কলেজ খুলেছে। আদালত ও বাজারগুলোতে ভিড় দেখা গেছে। বাসসহ সকল ধরনের যানবাহন চলছে আগের মতো। জামায়াতে ঘাটি হিসেবে পরিচিত জেলার জলঢাকা ও ডিমলা উপজেলায়ও তেমন কোন ধরনের আংশকা দেখা যায়নি। তালা বদ্ধ ছিলো জেলার বিএনপি কার্যালয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে যথাসময়ে ঢাকাগামী ট্রেন ছেড়ে গেছে। সৈয়দপুর বিমানবন্দরে বিমান সিডিউল অনুযায়ী চলাচল করছে। সকাল থেকে এখন পর্যন্ত জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

জেলা পরিবহন ও শ্রমিক মালিকরা বলছেন, সকাল থেকে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন সমস্যা দেখা যায়নি। 
 
পথচারী তাহানারা বেগম বলেন, আমি রংপুরে যাব ভাবতেছি গাড়ী আছে কিনা। জরুরি কাজ এজন্য বের হলাম এখন দেখি গাড়ী আগের মত চলতেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অপরদিকে গতকাল রাত ১২ টার দিকে বিএনপির জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, গনঅধিকার পরিষদের সভাপতি মোহাইমেন রহমান সাসা ও ছাত্রদলের সদর উপজেলার আহবায়ক মোকছেদুল রহমান কাগজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতা করার চেষ্টার অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।