• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

সৈয়দপুরে ডোবায় মিলল নারীর লাশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

 
নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের পাশের একটি ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বাইপাস এলাকার একটি ডোবায় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন থেকে ঐ নারীকে বাইপাস সড়ক এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ঐ নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।