• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা, অতপর........

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকায় ভোট চাওয়ায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মমিনুর রহমান ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এরআগে শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় মাঠে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই মঞ্চে আওয়ামী প্রার্থীর সঙ্গে বসে নৌকার পক্ষে ভোট চান মমিনুর রহমান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মমিনুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু এ সিদ্ধান্ত সেন্ট্রাল বিএনপি নিয়েছে, এর বাইরে যাওয়ার কারো সুযোগ নেই।’

জানতে চাইলে মমিনুর রহমান বলেন, ‘বহিষ্কারের ব্যাপারে কিছু জানি না। এখন পর্যন্ত আমার কাছে কোনো কাগজপত্র আসেনি।’