• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীতে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীতে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে জেলার সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সৈয়দপুরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি আরো বলেন, সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা বিরাজ করছে। সকালে দৃষ্টিসীমা ছিল ৫০, দৃষ্টিসীমা কম থাকায় বিমানবন্দের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এই ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।