• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

নাশকতার মামলায় নীলফামারীতে বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়।

কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন- সৈয়দপুর জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সহ দফতর সম্পাদক আনোয়ার হোসেন হাবলু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সৈয়দপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাবুল, পৌর বিএনপির সদস্য জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, পৌর যুবদলের সদস্য আবিদ হোসেন লাড্ডান।

গত বছরের ২৯ অক্টোবর সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে দলটির নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে অসংখ্য লাঠিসোঁটা, ইটপাটকেল, ধারালো অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হয়। এ মামলায় বুধবার ঐ ১০ আসামি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।