• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

নীলফামারী:নৌকা-স্বতন্ত্র সমানে সমান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

নীলফামারীতে দুটিতে নৌকা, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নীলফামারী-১ আসনে নৌকার প্রার্থী আফতাব উদ্দিন সরকার এক লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের তসলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট।

নীলফামারী-২ আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর নৌকা প্রতীকে এক লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন ১৫ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন।

নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল কাঁচি প্রতীকে ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা ঈগল প্রতীকে ২৫ হাজার ২০৫ ভোট পেয়েছেন।

নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম কাঁচি প্রতীকে ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ৪৫ হাজার ৩০১ ভোট পেয়েছেন।

এ চার আসনে মোট ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ১৪ লাখ ৮৯ হাজার ৩১৩ ভোটার ছিলেন। এরমধ্যে নারী ভোটার সাত লাখ ৩৮ হাজার ৮৭৫ জন। পুরুষ সাত লাখ ৫০ হাজার ৪৩০ এবং তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন।