• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

নীলফামারীতে ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সকালে কুয়াশা থাকায় কয়েকদিন ধরে সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। 

শনিবার (১৩ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্য মতে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতদিনের থেকে সর্বনিম্ন তাপমাত্রা।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা পড়ছে। 

ভ্যান চালক আমিজার বলেন, সকালে খুব ঠান্ডা লাগছে।এত ঠান্ডায় মানুষজন বের হয়না। গত কয়েকদিন ধরে ভাড়া পাচ্ছি তেমন শীতে খুব সমস্যায় আছি। 

নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলার ছয় উপজেলা ও চার পৌরসভায় ৪০ হাজার কম্বল পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও প্রায় ১০ হাজার কম্বল মজুদ আছে। প্রয়োজনে আরো কম্বল আনা হবে।