• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বীরাঙ্গনার স্বীকৃতির আগেই মারা গেলেন আজিমা বেগম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২৪  

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নীলফামারীর গোমনাতি এলাকার আজিমা বেগমের (৭৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গত সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিলাহাটি-গোমনাতি সড়কের তার বাড়ির সামনে অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বীরাঙ্গনা স্বীকৃতির জন্য উপজেলা, জেলা, বিভাগ ও রাজধানীর বিভিন্ন অফিসে দেনদরবার করে আসছিলেন। 

মুক্তিযুদ্ধের গবেষক আল-আমীন জানান, ১৯৭১ সালে স্বামী আইনুল হক মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় পাক হানাদার বাহিনী নির্মম নির্যাতন করে আজিমা বেগমকে। তখন প্রথমে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেও পরে আত্মহত্যা না করে দেশ স্বাধীন হওয়ার জন্য ভূমিকা রাখেন। দেশ স্বাধীনের পর তার স্বামী মুক্তিযুদ্ধ হতে ফিরে এসে তাকে তালাক দেয়। এরপর বাবা-মায়ের চাপে বিয়ে করেন তিনি। স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটে তাদের। বীরাঙ্গনার স্বীকৃতির জন্য বিভিন্ন অফিসে দেনদরবার করেন। উপজেলা যাচাই-বাছাই কমিটি তার বীরাঙ্গনা স্বীকৃতির সুপারিশ করলেও শেষ পর্যন্ত তিনি স্বীকৃতি লাভের আগে মারা গেলেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, ‘উপজেলা যাচাই-বাছাই কমিটি আজিমা বেগমের সুপারিশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠিয়েছে। এখনও তার বীরাঙ্গনা স্বীকৃতি হয়নি। তার মৃত্যুতে আমরা শোকাহত।’