• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

জলঢাকায় শিশু অধিকার বাস্তবায়নে কাজ করছে যুব নেটওয়ার্ক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

নীলফামারীর জলঢাকা উপজেলার আরাজি শিমুলবাড়ীতে শিশু অধিকার বাস্তবায়নে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা গঠন করেছে যুব নেটওয়ার্ক নামের একটি সামাজিক সংগঠন। তারা প্রতিটি পরিবারে শিক্ষা স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতন করা এবং শিশুবিয়ে রোধসহ হতদরিদ্র পরিবারের ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করে তাদের সুরক্ষায় কাজ করছে।  

সংগঠনটির এক সদস্য ৯ম শ্রেণী পড়ূয়া জেসমিন আক্তার জানায়, আমার অনেক স্বপ্ন পড়ালেখা করে সমাজের ভাল কিছু করবো। ২০১৮ সালে আমি ৮ম শ্রেণীতে পড়ি, তখন আমার পরিবার ঘটকের চক্রে পরে আমার বাল্য বিয়ে ঠিক করে। আমি মানষিকভাবে ভেঙ্গে পরি। এই বিয়েতে রাজি হইনি বলে বাবা 

আমাকে অনেক মারধর করে। পরে যখন আমাদের বাড়িতে বরযাত্রী আসে তখন আমি যেকোন উপায়ে পালিয়ে লক্ষ্মী রানী নামের এক দিদির কাছে যাই। তার সহযোগিতায় আমি ওই শিশুবিয়ে হতে রক্ষা পাই। শুধু জেসমিনই নয়, তার পার্শ্ববর্তী এলাকার শিরিন আক্তার, দীপ্তি রায়, নাইস আক্তার, রেবা আক্তার লসি, জবা, কুলসুম ও মুন্নিসহ আরো বেশ কয়েকজন ওরা নিজেরাই নিজেদের বাল্যবিয়ের দেওয়াল ভেঙ্গে ইউনিয়ন পরিষদে গড়ে তুলেছে ১৫ সদস্যের প্রতিরোধ সংগঠন যুব নেটওয়ার্ক। এ সংগঠনটির সভাপতি দীপ্তি রায় জানিয়েছে, ২০১৬ সালে শিশু ও যুব নেটওয়ার্ক গঠন করা হয়। সংগঠনটির ব্যানারে বিভিন্ন সচেতনতামুলক কাজে গ্রহণ করি। আমরা গত মাসে ৬টি বাল্যবিবাহ বন্ধ করেছি ওই পরিবারগুলোর সাথে আলোচনার মাধ্যমে। এবিষয়ে ইউপি সদস্য জিতেন্দ্র নাথ রায় বলেন, যুব নেটওয়ার্কের মেয়েরাই এই ইউনিয়নটিকে অনেক দুর এগিয়ে নিয়েছে। তাদের কার্যক্রমে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি।