• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপির চেয়ে শতগুণ বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী বলেছেন, নির্বাচন উপলক্ষে বিএনপি নির্বাচনী ইশতেহারের নামে দায় সেরেছে। আর আওয়ামী লীগ ইশতেহারে যেসব ওয়াদা করেছে তার প্রতিটি পদক্ষেপ পালনে অঙ্গীকার ও প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি তাদের পাঁচ বছরে যে উন্নয়ন করেছিল, আওয়ামী লীগ গত ৫ বছরে তার চেয়ে শতগুণ বেশি উন্নয়ন করেছে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে শেখ হাসিনার সরকার’ নামে একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। ভবিষ্যৎ প্রজন্ম নৌকার বিজয় ছিনিয়ে আনবে আশা প্রকাশ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেন না। নিজের স্বার্থের জন্য তিনি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নেন না। তার একমাত্র চিন্তা কী করে দেশের উন্নতি করা যায়।

তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের শিখরে। দেশে আজ ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায়।

দৃশ্যমান উন্নয়নের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের প্রতিহত করতে নৌকা প্রতীকে সিল মারার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নির্বাচনে সবাইকে ঝাঁপিয়ে পড়ারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যারয়ের উপাচার্য মিজানুর রহমান, অধ্যাপক গোলাম রহমান, জাবি শিক্ষক শেখ আদনান ফাহাদ, তরুন কান্তি দাস, আওয়ামী লীগ নেতা পারভীন জামান কল্পনা, প্রফেসর মেরিনা জাহান, ড. মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইছাহাক মিয়া, ক্যাপটেন সামাদ খান প্রমুখ।