• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বুদ্ধিজীবী সংকটে বিএনপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১  

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপি। দলীয় নানা সংকটে তাদের রাজনীতি এখন খাদের কিনারে অবস্থান করছে। সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, সুষ্ঠু পরিকল্পনার অভাব আর বুদ্ধিজীবী সংকটের কারণ এ দলটি আজ অস্তিত্ব সংকটে ভুগছে।
 
তারা মনে করেন যে, একটা সময় ছিল অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ ও মনিরুজ্জামান মিঞার মতো ব্যক্তিরা বিএনপিতে বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা করতেন। সে সময় তারাই ছিলেন বিএনপির থিংকট্যাংক। কিন্তু এখন ক্রমশ বিএনপি বুদ্ধিজীবীশূন্য হয়ে গেছে। 

বিএনপিপন্থী যেসব বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে আলোচিত ছিলেন তারাও এখন নিজেদের নানা কারণে গুটিয়ে নিয়েছেন। তাদের সঙ্গে বিএনপির সুস্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। আর এ কারণেই বিএনপি এখন বুদ্ধিভিত্তিহীন একটি রাজনৈতিক দলে পর্যবসিত হয়েছে।

সদ্য বিএনপি ছেড়ে আসা কিছু নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি এখন কিছু সাইবার সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বিএনপিতে প্রভাবশালী ছিলেন এ রকম বুদ্ধিজীবীদের কয়েকজনের সঙ্গে বিএনপির দূরত্ব এখন প্রকাশ্য। তারা বিএনপির কোনো কর্মকাণ্ডেই অংশগ্রহণ করছেন না এবং এক রকম নিজেদের মতো করে একান্তে থাকছেন। এমনকি বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই দলের নানা অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক ও বিএনপিপন্থী একজন রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী বলেন, মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ প্রতিনিয়তই করছে বিএনপি। 

তারা আরো বলেন, বিএনপি দিন-রাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ও বিষেদাগার করছে। তবুও সরকার উদারতা দিয়ে তা সহ্য করে যাচ্ছে।