• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মওদুদরা এ যুগের শয়তান: কৃষিমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ তার সঙ্গে সংশ্লিষ্টরা এ যুগের ‘শয়তান’ উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, তাদের জন্যই দেশটা পিছিয়ে গেছে।

রোববার দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ব্যরিস্টার মওদুদ যখন আইনমন্ত্রী ছিলেন তখন বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। পরে আইন করে বিচার বন্ধ করেছিল। সে আইন বাতিল করা হয়েছে। তারপরও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। 

আব্দুর রাজ্জাক বলেন, তারা বঙ্গবন্ধুর সঙ্গে ছিল, বঙ্গবন্ধুর আলোতে আলোকিত হয়েছিল। পরে যখন এরশাদ আসে তখন জাতীয় পার্টি করেছে। একনায়ক এরশাদ চলে যাওয়ার পরে গণতন্ত্রের লেবাস পড়ে বিএনপিতে যোগ দেয়। মওদুদরা হলেন এদেশের  শয়তান। এই শয়তানদের জন্য দেশটা পিছিয়ে গেছে। 

তিনি আরো বলেন, যে আদর্শে দেশ স্বাধীন হয়েছিল সেটি অব্যাহত থাকলে দেশ এগিয়ে যেত। সেজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে তা নয়। সব মানুষের জন্য ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।