• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সন্ধ্যার মধ্যেই ‘বুলবুল’র প্রভাবমুক্ত হতে পারে দেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯  

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল ক্রমেই দুর্বল হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আশা করা যাচ্ছে, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ।

রোববার সকাল সাড়ে ৮টায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ তথ্য দেয়ার সময় আবহাওয়াবিদ আব্দুল মান্নান এ কথা জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। তারপর ভারতের আসাম অঞ্চলের দিকে যেতে যেতে আরো দুর্বল হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবমুক্ত হতে পুরো দিন লাগবে। আশা করা যাচ্ছে, সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে দেশ।