• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

রাজিবপুর-রৌমারী সীমান্তে বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে ১০ গ্রাম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

কুড়িগ্রামের রাজিবপুর-রৌমারী সীমান্তে মঙ্গলবার রাতে তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করেছে একদল বন্য হাতি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তবর্তী ১০ গ্রামের মানুষ।

জানা গেছে, ভারতের বলদানগিরি সীমান্তে কাঁটাতাড়ের বেড়া না থাকায় গভীর রাতে আলগার গ্রাম দিয়ে ৩০-৩৫টি বুনো হাতি বাংলাদেশে প্রবেশ করে। এরপর বাগানবাড়ি এলাকায় তাণ্ডব চালিয়ে নাছিমা বেওয়ার ঘরের বেড়া-খুঁটি, মালামাল ভাঙচুর ও প্রায় ২০ মণ ধান খেয়ে ফেলে হাতিগুলো।

বালিয়ামারী বাজার পাড়ার মাইদুল ইসলাম জানান, ওই রাতেই রৌমারীর বকবান্ধা, খেওয়ার চর, আলগার চর, লাঠিয়াল ডাঙ্গা, পাহাড়তলী, রাজিবপুরের বালিয়ামারী বাজার পাড়ায় প্রায় ২০ একর জমির সরিষা, গম ও মরিচের ক্ষতি করেছে।

রাজিবপুরের ইউএনও মো. মেহেদী হাসান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান্ডিল ঢেউটিন ও টাকা দেয়া হয়েছে। সীমান্ত সুরক্ষার পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।