• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

তিন বছর পর এওয়ার্ডের কথা জানাতে কি তাদের লজ্জা করে নি?

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২  

আব্দুল্লাহ হারুন জুয়েল 

মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে জানালেন, খালেদা জিয়া ‘দি কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ – সিএইচআরআইও এর পক্ষ থেকে ‘ডেমোক্রেসি হিরো’ অথবা ‘মাদারে গণতন্ত্র’ অ্যাওয়ার্ড পেয়েছেন। লক্ষ্য করে দেখলাম একই সংগঠন থেকে দুটি এওয়ার্ড দেয়া হয়েছে – ডেমোক্রেসি হিরো ও মাদার অব ডেমোক্রেসি এওয়ার্ড।

মজার ব্যাপার হচ্ছে, খালেদা জিয়া ক্ষুদ্র একটি সংগঠনের এতবড় দুটি এওয়ার্ড পেয়েছেন, তা বিএনপি নেতারা টের পেলেন ৩/৪ বছর পর!

ফখরুলের উপস্থাপিত এওয়ার্ডের একটিতে তারিখ উল্লেখ রয়েছে ৩১শে জানুয়ারি ২০১৯, আরেকটিতে ৩১ জুলাই ২০১৮। আরও কিছু কপি পেলাম যেখানে তারিখ দেয়া হয়েছে ৩১ জুলাই ২০১৯ এবং ২৯ মে ২০১৯। আমার মনে হয় খালেদা জিয়ার কয়েকটি জন্মদিন থাকার কারণে এওয়ার্ডও কয়েক কিস্তিতে দেয়া হয়েছে।

Chrio/cohuridela নিজেরাই এওয়ার্ড পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। তাদের ওয়েবসাইটে গেলেই তার প্রমাণ পাবেন।

http://chrio.ca/awards
http://chrio.ca/b8582/nota-de-prensa-2020-awards-chrio-cohuridela
এওয়ার্ডে উল্লেখ করা দুটি ওয়েবসাইটের একটির অস্তিত্বই নেই (cohuridela.com)

সিএইচআরআইও এর আন্তর্জাতিক মিশন মূলত পাকিস্তান ও সিরিয়া কেন্দ্রিক। এর ইমেরিটাস মেম্বার মালালা ইউসুফজাই।

মূল সাইট http://chrio.ca এ খালেদাকে এওয়ার্ড দিয়েছে এমন কিছু উল্লেখ করা হয় নি। তারপরও ধরে নিচ্ছি এওয়ার্ড দিয়েছে। কিন্তু তিন বছর পর এওয়ার্ডের কথা জানাতে কি তাদের লজ্জা করে নি?

লেখক: সাবেক ছাত্রনেতা, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।