• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

৬৫০০ কিলোমিটার পথ হেঁটে গিয়ে হজ করলেন তিনি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২২  

অনেক কষ্ট স্বীকার, খরচের ধাক্কা থাকলেও হজে যান মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে যুক্তরাজ্যের বাসিন্দা কুর্দিশ বংশোদ্ভূত আদম মোহাম্মদ যা করলেন তা চোখ কপালে তোলার মতো। 

যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন থেকে মক্কা পর্যন্ত প্রায় ৬৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছেন তিনি। 

৫২ বছরের অ্যাডাম মোহাম্মদ ১০ মাস ২৫ দিন হেঁটে পৌঁছেছেন মক্কায়। যাত্রাপথে তিনি পেরিয়েছেন নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন এবং জর্ডান হয়ে অবশেষে পা দিয়েছেন সৌদি আরবে। যুক্তরাজ্য থেকে ২০২১ সালের ১ আগস্ট বেরিয়েছিলেন তিনি, মক্কায় পৌঁছেছেন জুন মাসে। 

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রতিদিন প্রায় ১৭ দশমিক ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন অ্যাডাম। বাড়িতেই বানানো প্রায় ৩০০ কেজি ওজনের ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। সেই গাড়িতে নিজের জিনিসপত্র ছাড়াও ছিল একটি স্পিকার যাতে ইসলামিক ধর্মীয় আবৃত্তি বাজত। অ্যাডামের উদ্দেশ্য ছিল শান্তি এবং সাম্যের বাণী প্রচার করা। 

তিনি বলেন, ‘এটা আমি খ্যাতি বা অর্থের জন্য করছি না। বরং পৃথিবীর উদ্দেশে এই বার্তা দিতে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান। আমাদের ইসলাম যা শিখিয়েছে সেই শান্তি ও একতার বার্তাও দিতে চেয়েছি।’ তার যাত্রাপথের ছবি, ভিডিও শেয়ার করে এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে উঠেছেন আদম মোহাম্মদ।