• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

কখন কেয়ামত সংঘটিত হবে?

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

দুনিয়ার জীবন হল ক্ষণস্থায়ী, অচিরে কিয়ামত হবে এবং এই ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ঈমান ও আমল অনুযায়ী মানুষের জন্য জান্নাত ও জাহান্নামের ফয়সালা হবে। প্রত্যেক মুসলিম কিয়ামতে বিশ্বাস রাখে। ঈমানের একটি শর্ত হল অদৃশ্যের প্রতি ঈমান আনা এবং আল্লাহ ও রাসূল (সা) থেকে বর্ণিত সকল বিষয়কে সত্য বলে বিশ্বাস করা।

কোরআনের অসংখ্য আয়াতে ও হাদিসে কেয়ামত ও কেয়ামতের নিদর্শনবলী বর্ণিত হয়েছে। এই নিদর্শনাবলী পাঠে রয়েছে বহুবীধ কল্যান। প্রথমত, হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলো সত্য হতে দেখলে ঈমান দৃঢ় হয়, এবং মন আমলের প্রতি উৎসাহী হয়। দ্বিতীয়ত, ফিতনাকে চেনা সহজ হয় এবং আগত নতুন ফিতনার জন্য মানসিক প্রস্তুতি নেয়া যায়।

কেয়ামতের আগে সবাই মুসলমান হয়ে যাবে কি না, সে সম্পর্কে ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’য় অনুষ্ঠানে দর্শকের এক প্রশ্নের জবাব দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

তিনি উত্তর দেন- ঈসা (আ.) যখন আসবেন, তখন সারা দুনিয়ায় ইনসাফ কায়েম হবে এবং একপর্যায়ে সব মানুষই মুমিন হয়ে যাবে।

কেয়ামত ওই পর্যন্ত হবে না, যে পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলার একজন লোক থাকবে। ওই লোকটি থাকা পর্যন্ত কেয়ামত হবে না। যখন একজন মুসলমানও দুনিয়াতে থাকবে না, তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোকদের ওপর কেয়ামত সংঘটিত হবে।