• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ফরজ নামাজের পর যে দোয়া পড়তে বলেছেন রাসুল (সা.)

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দিক-নির্দেশনা দিয়েছেন। উম্মতে মুসলিমার জন্য তা অনেক গুরুত্বপূর্ণ।

হাদিসে এসেছে, মুয়াজ ইবনে জাবাল (রা.)-কে একদিন আল্লাহর রাসুল (সা.) বললেন, ‘হে মুয়াজ! ফরজ নামাজগুলোর পর এ দোয়া পাঠ করো।’ (মুসলিম, হাদিস : ৫৯; আবু দাউদ, হাদিস : ১৫২২; নাসায়ি, হাদিস : ০৩/৫৩)
 
দোয়াটি হলো (আরবি):

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكِ وَحُسْنِ عِبَادَتِكِ

উচ্চারণ: আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।’

অর্থ: হে আল্লাহ! আমাকে আপনার জিকির ও শোকর আদায় করার তাওফিক দিন এবং উত্তমরূপে আপনার ইবাদত করার তাওফিক দান করুন।

আল্লাহ তাআলা আমাদের অধিক হারে তার জিকির, শুকরিয়া আদায় ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।