• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

প্রথম ফাইভ-জি ট্যাবলেট ‘গ্যালাক্সি এস৬ ৫জি’ এখন বাজারে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

বছরের প্রথম মাসের শেষেই প্রযুক্তি বিশ্বকে চমকে দিলো দক্ষিণ কোরীয় বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং। বৃহস্পতিবার বিশ্বের প্রথম ফাইভ-জি ট্যাবলেট ‘গ্যালাক্সি এস৬ ৫জি’ বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বাজারে ৫জি ট্যাবলেট ছেড়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। দেশটির স্থানীয় বাজারে ৯ লাখ ৯৯ হাজার ৯০০ ওন বা ৮৫০ ডলারের বিনিময়ে বিক্রি করা হচ্ছে ডিভাইসটি।

ট্যাবলেটটির ওজন হবে ৪২০ গ্রাম, পর্দা হিসেবে এতে দেখা মিলবে সুপার অ্যামোলেড ডিসপ্লের। সঙ্গে থাকছে ‘একেজি-টিউনড’ কোয়াড স্পিকার। ডিভাইসটি স্মার্ট ‘এস’ পেন সমর্থন করবে বলেও জানা গেছে। এ ডিভাইসে স্টোরেজ থাকছে ১২৮ গিগাবাইট, আর রং ধূসর। 

তবে বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ বিক্রি শুরু হবে তা জানায়নি প্রতিষ্ঠানটি। গত বছরের হিসেব অনুযায়ী, বৈশ্বিক ৫জি স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং।