• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

`শিক্ষা বিস্তারের অন্যতম বাহন ডিজিটাল প্রযুক্তি এবং সংযুক্তি`    

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি এবং ডিজিটাল সংযুক্তি হচ্ছে শিক্ষা বিস্তারের অন্যতম বাহন। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত ও গতানুগতিক পদ্ধতিতে শিক্ষাদানের বিদ্যমান ধারা সম্পূর্ণ পরিবর্তন করা অপরিহার্য হয়ে পড়েছে।

শনিবার রাজধানী ঢাকায় আন্তর্জাতিক সংগঠন ‘জেইআইএসটি’  আয়োজিত ‘ভবিষ্যত চাহিদা মেটাতে মিশেল পদ্ধতিতে শিক্ষা প্রদান’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এ পরিবর্তিত ব্যবস্থায় শিখন ও শেখানোর পদ্ধতিগুলোকে আরো সামঞ্জস্যপূর্ণ করতে শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। 

তিনি বলেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সড়কের নাম হচ্ছে ডিজিটাল সংযুক্তির মহাসড়ক। কোভিডকালীন স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যসহ এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, যা ডিজিটাল সংযুক্তির মাধ্যমে করা হয়নি। 

শিক্ষার্থীদের উদ্দেশে এসময় মন্ত্রী বলেন, তোমরা যদি ডিজিটাল দক্ষতা অর্জন না কর, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে না জান, তবে আমরা স্মার্ট যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবো না। 

অনুষ্ঠানে ‘জেইআইএসটি’র চেয়ারম্যান বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম হাফিজুর রহমান, প্রফেসর আবু বিন সুশান্ত, জেইআইএসটি’র পরিচালক বেদুরা জাহান এবং এটুআই কর্মকর্তা তৌফিকুর রহমান বক্তব্য দেন।