• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বিশ্বের বিস্ময়কর রোবট প্রদর্শনী!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

চীনের রাজধানী বেইজিংয়ের ২০ আগস্ট মঙ্গলবার  ড্যাক্সিং জেলায় ২০১৯ ওয়ার্ল্ড রোবট সম্মেলন শুরু হয়েছে। এসময় একজন অতিথি রোবটের সঙ্গে মতবিনিময় করেন। 

বেইজিং এর টং ইন্টারন্যাশনালে উন্মুক্ত ‘নতুন যুগের জন্য বুদ্ধিমান ইকোসিস্টেম’ শীর্ষক ২০১৯ ওয়ার্ল্ড রোবট সম্মেলন মঙ্গলবার প্রদর্শনী হয়।  

ওয়ার্ল্ড রোবট কনফারেন্স চলাকালীন সময় প্রদর্শনীতে- বায়োনিক রোবট মাছ, বুদ্ধিমান চালক, শিল্প রোবট,বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য রোবট প্রদর্শনী হয়। এছাড়া জেডি লজিস্টিকের ৫ জি মানহীন ডেলিভারি যানবাহন দেখানো হয়েছে।

এছাড়া চিকিত্সায় ব্যবহারের জন্য একটি রোবট, রোবটিক পাখি, রোবটিক সংবর্ধনাকারী প্রদর্শিত হয়।