• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

`মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ডের পার্থক্য কমবে` 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুন ২০২৩  

 
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফাইভ-জি সেবা চালু হলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মধ্যে পার্থক্য কমে যাবে। ব্রডব্যান্ড ইন্টারনেটের মতো মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও ‘এক দেশ এক রেট’ ব্যবস্থা চালু করা হবে।

বৃহস্পতিবার বিটিআরসি’র প্রধান সম্মেলনকক্ষে ‘ব্রডব্যান্ড পলিসিতে নারী, প্রতিবন্ধী, যুব, বাস্তুচ্যুত এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিতকরণের’ লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সমাজের অনগ্রসর নারী, প্রতিবন্ধীর ক্ষেত্রে সুলভে ডিভাইস ও ইন্টারনেট সংযোগ পাওয়ার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণসহ নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে সম্মিলিতিভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে ব্রডব্যান্ড ইন্টারনেট অন্যতম উপাদান উল্লেখ করে তিনি বলেন, দেশে ইন্টারনেট প্রযুক্তি আসার ২৫ বছর পর ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশে এক রেট‘ ট্যারিফ চালুর ফলে শহর ও গ্রামে একক মূল্যে গ্রাহক ইন্টারনেট সেবা পাচ্ছে।