• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন অ্যান্ডারসন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। কেপ টাউন টেস্টে বাম পাঁজরে চোট নিয়ে দেশে ফিরে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এ ডানহাতি পেসার।

গত অ্যাশেজ সিরিজে ইংলিশ একাদশে ছিলেন অ্যান্ডারসন। মাত্র চার ওভার বল করার পরই কাফ ইনজুরিতে ছিটকে যান তিনি। এরপর চারমাস মাঠের বাইরে থাকেন। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আবারো ফিরলেও নতুন ইনজুরিতে অন্তত দুইমাসের জন্য মাঠে বাইরে চলে গেলেন তিনি। 

কেপ টাউন টেস্টের শেষ দিন পাঁজরে চোট পান টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী পেসার অ্যান্ডারসন। যদিও ব্যথা নিয়েই বোলিং অব্যাহত রাখেন তিনি। বুধবার স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, তাকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

কেপটাউন টেস্টে ৪০ রান খরচায় ৫ উইকেট নিয়ে ১৮৯ রানের জয়ে ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দেন অ্যান্ডারসন। 

টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী জেমস অ্যান্ডারসন ১৫১ টেস্টে ৫৮৪টি উইকেট শিকার করেছেন। একই সঙ্গে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচ উইকেটের মালিকও তিনি