• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) আসন্ন এই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করে আয়োজক বোর্ড ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সূচি অনুযায়ী, আগামী ১৮ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ডারবানে। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।

একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের ম্যাচ সূচি:

প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন
দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, জোহানেসবার্গ
তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ, সেঞ্চুরিয়ন

প্রথম টেস্ট: ৩১ মার্চ - ৪ এপ্রিল, ডারবান
দ্বিতীয় টেস্ট: ৮-১২ এপ্রিল,পোর্ট এলিজাবেথ