• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২  

সীমিত ওভারের সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সফরে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সফরকারীরা।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে  ৩ ও ৫ মার্চ।

বাংলাদেশে পৌঁছে সরাসরি সিলেটে যাবে আফগানরা। ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবার আগে সপ্তাহব্যাপী সিলেটে প্রশিক্ষণ ক্যাম্প করবে তারা।

এই মুহুর্তে মুজিব উর রহমান, মোহাম্মদ শাহজাদ, কায়েস আহমেদ, আজমতুল্লাহ ওমরজাইসহ কয়েকজন আফগান খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন।

আফগানিস্তান সিরিজের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

একনজরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ানডে - ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে - ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে - ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

প্রথম টি-২০ - ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি-২০ - ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)