• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সবচেয়ে বড় স্বপ্ন শেষ হয়ে গেছে: রোনালদো

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২  

সবচেয়ে বড় স্বপ্ন শেষ হয়ে গেছে: রোনালদো                          
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে কোনো কিছুর কমতি নেই। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। শেষবারের মতো তার চাওয়া ছিল বিশ্বকাপের সোনালী ট্রফিটা। কিন্ত তার সে চাওয়া পূরণ হলো না। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল।

বিদায়ের প্রাক্কালে নিজের দুঃখ, কষ্ট আর হতাশা গোপন রাখতে পারেনি পর্তুগিজ তারকা। বিশ্ব সেরার মঞ্চ থেকে আরো একবার খালি হাতে ফিরে হতাশা ঝরে পড়লো এই মহাতারকার কণ্ঠে। বললেন, বিশ্বকাপ জেতাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন।

ম্যাচের পরদিন ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন রোনালদো। সেখানে রোনালদো লিখেন, 'পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। আমি পর্তুগালের হয়ে অনেক শিরোপা জিতেছি। তবে দেশের নাম বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রাখাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।'

সময়ের সেরা এই তারকা আরো বলেন, 'এজন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছি। ১৬ বছরেরও বেশি সময় ধরে লাখ লাখ পর্তুগিজদের সমর্থন নিয়ে আমি আমার সবটুকু ঢেলে দিয়েছি, সবটুকু নিঙরে দিয়েছি মাঠে। '

কাতারে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে জানিয়ে হতাশ মনে রোনালদো লিখেন, 'আমি কখনই লড়াই থেকে মুখ ফিরিয়ে নিইনি এবং আমি কখনই সেই স্বপ্নের হাল ছাড়িনি। দুঃখজনকভাবে গতকাল স্বপ্ন শেষ হয়ে গেছে। '

বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপ চলাকালে রোনালদোকে নিয়ে কম বিতর্ক হয়নি। সেসব নিয়ে রোনালদো আরো লিখেন, 'আমি শুধু সবাইকে বলতে চাই যে, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক গুঞ্জনও ছড়ানো হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার নিবেদন এক মুহূর্তের জন্যও পরিবর্তন হয়নি।'

এতোকিছুর পরও দেশ  ও সতীর্থদের পাশেই থাকবেন জানিয়ে পর্তুগিজ সুপারস্টার লিখেন, 'আমি সবসময় সবার লক্ষ্যের জন্য একই লড়াইয়ে ছিলাম এবং আমি কখনই আমার সতীর্থের ও আমার দেশের থেকে মুখ ফিরিয়ে নেব না।'

চলতি বিশ্বকাপটা মোটেই ভালো কাটেনি রোনালদোর। শুরুতে একাদশে থাকলেও নক আউটের ম্যাচে প্রায় সবটা সময় বেঞ্চে বসেই কাটাতে হয় এই তারকাকে। শেষ দিকে নামলেও দলের জন্য কিছুই করতে পারেননি এই প্রজন্মের অন্যতম সেরা তারকা।