• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কোথায় হবে ২০২৩ এশিয়া কাপ, চূড়ান্ত সিদ্ধান্ত মার্চে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

এশিয়া কাপ ২০২৩ বসার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত রাজি না হওয়ায় এশিয়া কাপের ভেন্যু নিয়েই সৃষ্টি হয়েছে সংশয়। এ বিষয়ে শনিবার বাহরাইনে আলোচনায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য দেশগুলো।
ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, আলোচনা করে কোনো সমাধানে আসতে পারেনি এসিসি। আগামী মাসে আরো একবার বসবে দেশগুলো।

চলতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। বিকল্প ভেন্যু হিসেবে আবারো সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয়া হতে পারে বলেও জানা গেছে। এছাড়া তালিকায় রয়েছে কাতারের নামও।

এসিসি এক বিবৃতিতে জানায়, বৈঠকে ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে কার্যনির্বাহী বোর্ড সব ব্যাপারে একমত পোষণ করেছে। আগামী মার্চে এসিসি কার্যনির্বাহী বোর্ডের বৈঠকের পর এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানায় বিসিসিআই। এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত অংশগ্রহণ করেব না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।