• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপে আশা জাগিয়ে হার বাংলাদেশের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

‘আরচ্যারি ওয়ার্ল্ড কাপ-২০২৩, স্টেজ-২’ শুরু দিকে ভালো করেছিল বাংলাদেশ দল। তবে কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিনরা। 

বুধবার (১৭ মে) দলগত ইলিমিনেশন রাউন্ডে রাউন্ডে ১/১২ ডেনমার্কের বিপেক্ষ বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বাংলাদেশের মোহাম্মদ আশিকুজ্জামান, সোহেল রানা ও নেওয়াজ আহমেদ রাকিব জুটি। পরে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে ২৩৩-২২৮ স্কোরে হেরে এই ইভেন্ট দেখে বাদ পড়েছে বাংলাদেশ দল। 

অন্যদিকে রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৯২ জনের মধ্যে ৬৩৮ স্কোর করে হয়েছেন ৪৩। আরচ্যারি ওয়ার্ল্ড কাপ ২০২৩, স্টেজ-২ এর রুলস অনুযায়ী রিকার্ভ পুরুষ একক ইভেন্টে সেরা ৬৪ জনকে নিয়ে ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ১৯ মে দুপুরে রিকার্ভ ডিভিশনের ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টের ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলা অনুষ্ঠিত হবে।