• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বাদ হচ্ছে টস প্রথাঃ খেলতে আসা দলগুলো পাবে প্রথমে বল করার সুযোগ!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯  

ক্রিকেটে টস একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বর্তমান আধুনিক সংস্করণে টেস্ট ক্রিকেটে টস তুলে দেয়ার পক্ষে-বিপক্ষে কথা চলছে অনেক দিন ধরে।

আইসিসি অবশ্য এই টস তুলে দেয়ার বিষয়ে এখনো বড় কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সে সাহসটা দেখিয়েই দিলো। সম্প্রতি তারা ঘরোয়া ক্রিকেটে টস প্রথা বিলুপ্তির মতো এক সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট কায়েদ-ই-আজম ট্রফিতে সামনের মৌসুম থেকে শর্তসাপেক্ষে এই টস প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে করে স্বাগতিক দল টস আর উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে না পারে।

এখন থেকে সিদ্ধান্ত হয়েছে, খেলতে আসা দলগুলোকে প্রথমে বল করার সুযোগ দেওয়া হবে। তারা সেটা না চাইলে তখন টস করা হবে। অর্থাৎ টস হবে প্রয়োজনে।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এটি চালু করার নির্দেশ দেন। ওয়াসিম খান মনে করেন, গত কয়েকটি মৌসুম ধরে ঘরোয়া দলগুলো একপেশে ভাবে জিতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতা আরও জমজমাট হবে।