• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

হাসপাতালে ভর্তি সাবেক ফুটবলার চুন্নু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়া, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। আজ (বৃহস্পতিবার) সকালে তিনি ভর্তি হয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। আরেক সাবেক ফুটবলার আবদুল গাফফার জানান, ‘সকালে এনজিওগ্রাম করার জন্য হাসপাতালে গিয়েছিলেন চুন্নু। এনজিওগ্রাম করার পর হৃদপিন্ডে ব্লক ধরা পড়লে তাকে দ্রুত হাসাপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা ভালো। হয়তো দিন তিনেক হাসপাতালে থাকতে হতে পারে।’ আশরাফ উদ্দিন চুন্নুর জন্য সবার কাছে দোয়া চান গাফফার।’

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ১৯৮৩ সালে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় প্রেসিডেন্ট গোল্ডকাপে হ্যাটট্রিক করেছিলেন নেপালের বিরুদ্ধে। সেটাই লাল-সবুজ জার্সিতে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের প্রথম হ্যাটট্রিক। তিনি আবাহনীর চুন্নু হিসেবেই বেশি পরিচিত।

১৯৭৪ সালে রহমতগঞ্জ ছেড়ে আবাহনীর জার্সি পরে খেলেছিলেন ১৯৮৮ সাল পর্যন্ত। কৃতি এ লেফট উইঙ্গার আবাহনীর অধিনায়ক ছিলেন ১৯৭৯ সালে। জাতীয় দলের অধিনায়কও ছিলেন বিভিন্ন সময়ে। জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ১৯৯৬ সালে।