• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

এবার টি-টোয়েন্টিতে চার বলে ৪ উইকেট মালিঙ্গার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

ওয়ানডেতে একমাত্র বোলার হিসেবে চার বলে ৪ উইকেট নেয়ার রেকর্ডের মালিক তিনি আগে থেকেই। এবার সেই কীর্তি গড়লেন টি-টোয়েন্টিতেও। ক্যারিয়ারের আরো একবার ‘ডাবল হ্যাটট্রিক’ উপহার দিলেন লঙ্কান এই পেস কিংবদন্তি।

শুক্রবার পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়েছেন মালিঙ্গা এবং সেটা একই ওভারে।

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৫ রান তুলেছে শ্রীলঙ্কা। জবাবে নামা কিউইদের ইনিংসে শুরুতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মালিঙ্গা। ইনিংসের মাত্র তখন তৃতীয় ওভার।

ওভারের তৃতীয় বলে কলিন মুনরোকে করেন বোল্ড, পরের বলে এলবিডব্লিউ রাদারফোর্ড, পঞ্চম ডেলিভারিতে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন মালিঙ্গা। আর ওভারের শেষ বলে এলবিডব্লিউ করেন রস টেলরকে।

এদিন মালিঙ্গার এই তাণ্ডবে ৮৮রানেই নিউজিল্যান্ড অলাউট হয়ে যায়। আর ৩৭ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা।