• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

যুবাদের হাতে নাস্তানাবুদ ভারত, লক্ষ্য মাত্র ১০৭

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

যুব এশিয়া কাপের ফাইনালে আজ টাইগারদের হাতে নাস্তানাবুদ হয়েছে ভারত। মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী তিনটি করে উইকেট শিকার করেছেন।

শ্রীলংকার কলম্বোতে অবস্থিত প্রেমদাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়। টস জিতে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই যুবা টাইগারদের বোলিং তোপের মুখে পড়েছে তারা। ৩ রানে প্রথম উইকেটের পতন হয়। সাজঘরে ফিরেন ওপেনার অর্জুন আজাদ। এরপর আরো দুটি উইকেটের পতন হয়। তিন উইকেটে সংগ্রহ দাঁড়ায় ৮।

এরপর কিছুটা বিরতি দিয়ে এক ওভারে দুটি উইকেট শিকার করেন শামিম।

বাংলাদেশের বোলারদের সামনে কিছুটা সময় টিকে ছিলেন কেবল ধ্রুব জুরেল। ৫৭ বলে ৩৩ রান করেন। এ সময় তাকে সঙ্গ দেন শ্বাশত রাওয়াত। দলীয় ৫৩ রানে এ জুটির ভাঙন ধরান শামিম। ১৯ রানে রাওয়াতকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে জুরেলকে। এরপর ধারাবাহিকভাবে ভাঙতে থাকে ভারতের উইকেট। শেষ পর্যন্ত ৩২ ওভার চার বলেই মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় ভারত। 

তাঞ্জিম হাসান সাকিব ও শাহীন আলম একটি করে উইকেট শিকার করেছেন।