• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধসহ গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় অধ্যাপক মোজাফফর আহমদের ভূমিকা জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তায় অধ্যাপক মোজাফফর আহমদের দীর্ঘ রাজনৈতিক জীবনে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রসঙ্গত, ৯৭ বছর বয়সী মোজাফফর আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।