• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

অসহায় ক্ষুধার্থদের উন্মুক্ত খাবার ঘর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

উপরের সাইনবোর্ডে বড় করে লেখা- “আমরা করবো জয়, উন্মুক্ত খাবার ঘর”। নিচে ছোট করে লেখা- আপনি ক্ষুধার্ত থাকলে এখান থেকে বিনামূল্যে খাবার নিতে পারেন, আপনি চাইলে এখানে খাবার কিনে রাখতেও পারেন। বাস্তবায়নে: “আমরা করবো জয়” একটি সমাজ কল্যাণ সংঘটন, ফরিদপুর। ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজ এর সামনের চিত্র এটি।  

সাইনবোর্ডটির নিচে কয়েকটি তাকে সাজানো বিভিন্ন রকমের খাবার, আছে শিশুদের খেলার জন্য বেলুন। খাবারের মধ্যে আছে- চিপস্, চকোলেট, চুইংগাম, বিস্কিটসহ হরেক রকমের খাবার।  হঠাৎ কারো কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে। তবে খুব সহসাই ভুল ভাঙবে। স্থানীয় সামাজিক সংগঠন ‘আমরা করবো জয়’ এর আয়োজক।   

লোকজন খাবার কিনে রেখে যাচ্ছে। দুষ্টুমির ছলেও এখান থেকে কেউ খাবার নিচ্ছেন না।  মূলত: পথশিশুদের জন্যই এই আয়োজন। ক্ষুধার্ত শিশুরা যেন খাবারের জন্য কোনো খারাপ কাজে লিপ্ত না হয় সেজন্য এই মহৎ উদ্যোগ। কেবল শিশুরা নয়, দরিদ্র যে কেউ পথ চলতে গিয়ে ক্ষুধার তীব্র জ্বালা যেন নিবারণ করতে পারে সেজন্য আয়োজকদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
  
ছবিসহ একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে নিচে একজনে লিখেন- “এটার উদ্যোক্তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা । তারা উদ্যোগ নিয়েছে বলেই তারাই প্রতিদিন খাবার কিনে দিয়ে যাবে এমন টা নয় । আমাদের সবার এগিয়ে আসতে হবে এখানে । আপনার সামান্য পাঁচ টাকার খাবার এ অনেক উপকৃত হবে একটা পথশিশু অথবা একটা ক্ষুধার্ত মা অথবা একটা ক্ষুধার্ত বাবা। আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। অসহায় মানুষের পাশে দাঁড়াই।  

অন্য একজন লিখেন- আপনার পাঁচ টাকার খাবার পেয়ে মুখে হাসি ফুটবে একজন ক্ষুধার্ত মানুষের । আপনার আমার কাছে পাঁচ টাকা খুবই সামান্য । কিন্তু কারো কাছে এই পাঁচ টাকা অনেক কিছু । আশা করি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ।