• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজ ১৪ ডিসেম্বর রামগঞ্জ ট্র্যাজেডির ৫ বছর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  

আজ ১৪ ডিসেম্বর, ভয়াবহ রামগঞ্জ ট্র্যাজেডি দিবস। পাঁচ বছর আগে ২০১৩ সালের এই দিনে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে বর্বরোচিত হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের ৪ নেতাসহ ৫ জন তরতাজা মানুষ।

সেদিনের হত্যা কাণ্ডের শিকার হয় টুপামারী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি খোরশেদ চৌধুরী, দুই ভাই ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সস্পাদক ফরহাদ শাহ ও ছাত্রলীগ কর্মী মুরাদ শাহ ও আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে তাণ্ডব চালায় জামায়াত-শিবিের কর্মীরা।

এসব ঘটনা সরেজমিনে দেখতে তিনি সেইদিন সকাল থেকে পলাশবাড়ির তরুণীবাড়ি, হরতকীতলা লক্ষ্মীচাপ ইউনিয়নের কাচারীবাজার, শীশাতলী ও লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যাম চরণ রায়ের বাড়ি পরিদর্শন করেন। পরে একটি পথসভা শেষে বিকেল সাড়ে চারটার দিকে নীলফামারী শহরে ফিরছিলেন। এ সময় জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাট হয়ে আসার পথে রামগঞ্জ সেতুর কাছে রাস্তা কাটা দেখতে পান তিনি।

এ অবস্থায় তাঁকে বহনকারী মাইক্রোবাসটি সেখানে আটকা পড়ে। এ সময় পেছন দিক থেকে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এরপর সামনে দিক থেকে জামায়াত-শিবিরের আরেকটি দল এগিয়ে আসতে থাকে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ি নূরকে সেখান থেকে উদ্ধার করে।