• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিবেন লালমনিরহাটের জেসি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম বাংলাদেশের কোনো নারী ধারাভাষ্যকারের অভিষেক হতে যাচ্ছে। ভারতের টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে গেছেন লাল-সবুজদের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় লালমিনরহাটের মেয়ে সাথিরা জাকির জেসি।

ইংল্যান্ডে চলতি বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার বাংলাদেশ-ভারতের ম্যাচে। গুরুত্বপূর্ণ ম্যাচটির বাংলা ধারাভাষ্যে থাকবেন জেসি। সোমবার বিকেলে সাবেক এ ক্রিকেটার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নিজের ফেসবুক পাতায় সাথিরা ভারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লিখেছেন, ‘মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে আমার নতুন এই মিশন। এরপর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের ম্যাচের ধারাভাষ্যে থাকব। আমি সবার কাছে দোয়া চাই।’

এর আগে স্টার স্পোর্টসে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে বাংলা ধারাভাষ্য দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন। তিনি ফিরে আসার পর স্টার স্পোর্টস বাংলাদেশ থেকে ডাকল জেসিকে।

চ্যানেল স্টার স্পোর্টস আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো বাংলা, ইংরেজি, হিন্দি ও তামিলসহ বেশ কয়েকটি ভাষায় ধারাভাষ্যসহ সম্প্রচার করছে।