• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আমন সংগ্রহের উদ্বোধন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

নীলফামারী সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সোমবার আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন ডিসি বেগম নাজিয়া শিরিন। এতে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে সদর ইউএনও মামুন ভুইয়া, জেলা অটো চালকল মালিক সমিতির সভাপতি সামসুল হক ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বক্তব্য দেন।

নীলফামারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সদর খাদ্য গুদামে ৩৮০২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে আমন মৌসুমে। উদ্বোধনী দিনে ১১১ টন চাল সংগ্রহ করা হয় ব্যবসায়ী সামসুল হক ও আজিজুল ইসলামের কাছ থেকে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলার ছয় উপজেলার সাতটি গুদামে ১২ হাজার ১০৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে আমন মৌসুমে। এর মধ্যে নীলফামারী সদরে ৩৮০২ মেট্রিক টন, সৈয়দপুরে ১৩০৬ মেট্রিক টন, ডোমারে ১৮২০ মেট্রিক টন, জলঢাকায় ২৬১৮ মেট্রিক টন, কিশোরগঞ্জে ৯৫৫ মেট্রিক টন এবং ডিমলায় ১৬০৪ মেট্রিক টন রয়েছে।

জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দিন বলেন, ৩৬ টাকা কেজি দরে আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে মিলারদের কাছ থেকে। জেলার পাঁচ’শ চুক্তিবদ্ধ মিলার সংগ্রহ অভিযানে চাল সরবরাহ করবেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে সরকারি নিয়ম অনুসারে।