• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ইপিএলে বর্ষসেরা লিভারপুল অধিনায়ক হেন্ডারসন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

প্রতিবারই মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়। চলতি বছরের সেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অল রেডদের লিগ শিরোপা এনে দেয়া অধিনায়ককে শুক্রবার এই খেতাবে ভূষিত করা হয়।

এই খেতাবের জন্য হেন্ডারসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডিক ও সাদিও মানে, ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাসফোর্ড।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩০টি ম্যাচে খেলেছেন হেন্ডারসন। তার নেতৃত্বেই সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জয় করেছে লিভারপুল। করোনাভাইরাসের প্রকোপের মাঝেও মাঠের মত করে দলের খেলোয়াড়দের ঐক্যবদ্ধ রাখতে অগ্রণী ভুমিকা পালন করেছেন হেন্ডারসন। এছাড়া ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য খেলোয়াড়দের কাছ থেকে তহবিলও গঠন করেছিলেন তিনি।

পুরস্কার প্রাপ্তির পর হেন্ডারসন বলেন, ‘আমি এটা গোটা স্কোয়াডের পক্ষ থেকে গ্রহণ করলাম। কারণ তাদের সহায়তা ছাড়া আমি এই অবস্থানে এসে এমন পুরস্কারের সম্মান অর্জন করতে পারতাম না। আমি মনে করি এটি আমাকে আরো ভালো খেলোয়াড়, ভালো অধিনায়ক ও সর্বোপরি ভালো ব্যক্তি হতে সাহায্য করবে। গোটা দলই আমাকে পুরো মৌসুম সহায়তা করেছে, ফলে কৃতিত্ব তাদেরও প্রাপ্য।’