• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ইভিএমে কারচুপির একেবারেই সুযোগ নেই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

বিশেষজ্ঞরা বলছেন, ইভিএমে কারচুপির একেবারেই সুযোগ নেই, এমন বলার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। তবে যেহেতু ইভিএম মেশিনটি ইন্টারনেটের সংঙ্গে যুক্ত থাকেনা। এটি ইসির নিজস্ব নের্টওয়ার্ক ব্যবস্থা Nationwide Private Network (NPN) এর মাধ্যমে কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত হবে। ফলে বাইরের কারো পক্ষে এটি হ্যাক করার সুযোগ থাকবে না। এছাড়াও প্রচলিত অনিয়ম কারচুপি ব্যালট বক্স ছিনতাইয়ের মতো ঘটনা এড়ানো সম্ভব হবে।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘ইভিএমে কারচুপির সম্ভাবনা কম। তবে ইভিএম তৈরির সময় প্রোগ্রামিং বদলানো সম্ভব। তবে বুথে পৌঁছানোর পর কারসাজির সুযোগ নেই। তাঁর মতে, ভিভিপিএটি থাকলে ভালো হতো কারণ পুণর্গননার প্রশ্ন এলে ভিভিপিএটি ছাড়া পুণর্গননা অর্থহীন।’ (প্রথম আলো, ৩ জানুয়ারি ২০২০)