• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

উন্মত্ত মহিলার গাছ কেটে ফেলার ভিডিও ভাইরালঃ অবশেষে পুলিশ হেফাজতে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

সুমাইয়া নামে এক তরুণী সাভারের নিজেদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ছাদে শখ করে একটি বাগান করেছিলেন। কিন্তু সেই অ্যাপার্টমেন্টেরই কোন এক ফ্ল্যাটের বাসিন্দারা সেই শখের বাগানের ডালপালা নিয়মিত ভেঙে ফেলতো। তরুণী এর প্রতিবাদ করেন এবং তার মা দুঃখ করে বলেন, যারা গাছের ডাল ভাঙ্গে, আল্লাহ যেন তাদের হাত লুলা করে দেয়।

এই ঘটনার জের ধরে, ওই বিল্ডিং এর এক ফ্ল্যাটের মহিলা এবং তার ছেলে এলাকার কিছু লোকজন নিয়ে ছাদে এসে, গত পরশুদিন দা দিয়ে এলোপাতাড়ি কোপে সবগুলো গাছ কেটে ফেলেন। ওই তরুণী পুরো দৃশ্যটি তার মোবাইল ফোনে ধারণ করেন। ফেসবুকে ছাড়ার পরে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং সেই ভাইরাল হওয়া ভিডিওর জের ধরে স্থানীয় পুলিশ সেই মহিলাকে গতকাল সকালে গ্রেফতার করে।

গ্রেফতারের পরে মহিলা জানান, তার সন্তানকে অভিশাপ দেওয়ার কারণে তার মাথা ঠিক ছিল না এবং সেই ক্ষোভের বশে তিনি গাছগুলো কেটে ফেলেন। তিনি স্বীকার করেন যে তিনি একটি ভুল কাজ করেছেন এবং অন্যায় করেছেন। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি এ ঘটনায় অনুতপ্ত এবং প্রয়োজনে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নেবে নেবেন।

একটি বৃক্ষ প্রেমী সংস্থার পক্ষ থেকে সুমাইয়া নামে ওই তরুণীকে বেশ কিছু নতুন গাছের চারা উপহার দেওয়া হয় এবং সাংবাদিকসহ উপস্থিত অনেকেই ওই তরুণীর সাহসের এবং অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদের প্রশংসা করেন।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার অসীম ক্ষমতার কথাই আবারও প্রমাণ করল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-